Header Ads Widget

Responsive Advertisement

৩০ পদে ক্রেডিট অফিসার নিচ্ছে Palli Progati Samity

পদের নামঃ ক্রেডিট অফিসার

প্রতিষ্ঠানঃ Palli Progati Samity

Application Deadline: 31 May 2024



Vacancy: 30

Published: 2 May 2024


শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর/সমমান

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহঃ 

  • বয়স ২০ থেকে ৩৩ বছর
  • পুরুষ এবং নারী আবেদন করতে পারবেন
  • বয়স ৩১ মে ২০২৪ পর্যম্ত ৩৩ বছর সর্বোচ্চ


Responsibilities & Context:

পল্লী প্রগতি সমিতি একটি বেসরকারী উন্নয়ন সংস্থা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদ প্রাপ্ত। সংস্থাটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গৃহায়ন তহবিল এর সহযোগী সংস্থা হিসাবে ক্ষুদ্রঋণ কর্মসূচি ও সমাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অত্র প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে নিম্ন বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে।

ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা ও দক্ষতা থাকতে হবে।

  • Compensation & Other Benefits:
  • T/A, Mobile bill, Tour allowance, Medical allowance, Provident fund, Gratuity
  • Festival Bonus: 3


বেতন-ভাতা:

  • শিক্ষানবিশ কালে সার্বসাকুল্যে- ২২,০০০/-
  • স্থায়ীকরনের পর সার্বসাকুল্যে- ২৫,০০০/-
  • শিক্ষানবীশ কালে বছরে ২ টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, দৈনিক খাদ্য ভাতা, মাসিক মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল ইত্যাদি প্রযোজ্য হবে এবং ৬ মাস শিক্ষানবীশ কাল শেষে স্থায়ী বেতন কাঠামোভুক্ত হলে সংস্থার সকল সুযোগ সুবিধাসহ বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। পুর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবীশ কাল হবে হবে ৩ মাস।


Employment Status: Full Time

Job Location: Patuakhali

Read Before Apply

শর্তাবলী: প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। উল্লেখ্য নিয়োগকৃত কর্মীকে বাধ্যতামুলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। তাছাড়া আবেদনকারীকে পটুয়াখালী জেলায় মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।


Apply Procedure

শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে ৩১/০৫/২০২৪ ইং তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী প্রগতি সমিতি বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। অবশ্যই আবেদন টি স্বহস্তে লিখতে হবে।


আবেদন প্রেরণের ঠিকানা:

প্রধান নির্বাহী কর্মকর্তা,

পল্লী প্রগতি সমিতি, বাড়ি নং-৭৮২, জুলহাস ম্যানসন,কলেজ রোড, পটুয়াখালী।


আবেদনকারীর অবশ্যই আবেদনের সময় পদের নাম উল্লেখ করে আবেদন করতে হবে।উল্লেখ্য যে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরিক্ষার জন্য ডাকা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ